WELCOME
- Get link
- X
- Other Apps
PRESENT PERFECT
PRESENT PERFECT
( “হয়েছে”বোঝাবে)
I have, You have
তাছাড়া plural(বহুবচন) subject হলে have বসবে। বাকি সব একবচনে has বসবে
(i)Assertive--
Subject+have/has +Verbএর Past Participle Form+Others
Example :
1.আমি এটা করেছি।
I have done it
2.রাম বিদ্যালয়ে গেছে।
Ram has gone to school
(ii)Interrogative-
Have /Has +Subject+ Verbএর Past Participle Form+ Others +?
Example:
1. Have I done it?
2. Has Ram gone to school?
(iii) Negative:
Subject+have/has+not+Verbএর Past Participle Form+Others Example:
I have not done it.
Ram has not gone to school
→ Subject+have/has +Verbএর Past Participle Form+Others
Exercise:
Translate these sentences into English.
আমার খাওয়া হয়ে গেছে ।
সে আমাকে সাহায্য করেছে।
বর্ষা আরম্ভ হয়েছে ।
সিতা একটি কবিতা লিখেছে।
আমি চিঠিটি লিখে ফেলেছি ।
আমি তাকে হত্যা করেছি।
সে এখানে এসেছে।
রাবন সিতাকে ডেকেছে কাজটি করতে।
আমি এখনাে তাকে দেখিনি ।
কাজটি কী করেছ ?
আমি কখনও পিজা খাইনি ।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment